

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। (২রা ডিসেম্বর) মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের সংলগ্ন তালমিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত আনিস কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। নিহতের স্ত্রী আরিফা খাতুন তুলি জানান পুলিশ সদস্য আনিস মহেশপুর থানায় কর্মরত ছিলেন কিছু দিন আগে তিনি কোটচাঁদপুর মডেল থানায় পোষ্টিং হোন, যে কারণে তার ভাড়াটিয়া বাসা মহেশপুরেই আছে এবং তিনি মহেশপুর থেকেই কোটচাঁদপুর থানায় ডিউটি করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার সকালে মটর সাইকেল যোগে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে আসার পথে কোটচাঁদপুর শহরের বলুহর বাস স্ট্যান্ড সংলগ্ন তালমিল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে সময় গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সদস্য আনিসের মৃত্যুর খবর জানাজানি হলে সহকর্মীও স্থানীয়দের ভীড়ে হাসপাতাল প্রাঙ্গনের পরিবেশ ভারি হয়ে উঠে, তিনি কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া গ্রামের ফারুক হোসেনের জামাই বলে জানা গেছে। নিহত পুলিশ সদস্যর ৪ বছরের ১টি ছেলে সন্তান রয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। ট্রাক টি আটক করা হলেও চালক পলাতক রয়েছে, ঘাতক চালকের পরিচয় পাওয়া গেছে এবং তাকে আইনের আওতায় আনতে অভিযান চলছে। মামলা রুজু করা হবে, সুরতহাল সম্পন্ন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন