কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শিহাব উদ্দিন সরকার (১০৫) আজ ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ শিহাব উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির সাবেক নেতা শিহাব উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মৃত্যকালে তিনি দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।