মানুষ মানুষের জন্য মির্জাপুর সংগঠনের পক্ষ হতে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ৩/১২/২৫ বুধবার জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা ইউনিট-এর সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিকাল ৪টায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।শিক্ষা উপকরণ হাতে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক অভূতপূর্ব আনন্দের বহিঃপ্রকাশ ঘটে।
২০২০ সালে মানুষ মানুষের জন্য মির্জাপুর সংগঠনটি প্রতিষ্ঠা হবার পর থেকেই ক্ষুদ্র পরিসরে গুটিগুটি পায়ে এগিয়ে চলে। সাংবাদিক মোঃ মিজানুর রহমান সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই সংগঠনটি পরিচালনা করে আসছেন। এতে করে উপকৃত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করাই এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। বিগত সময়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এর পরিধি আরো ব্যাপক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ মিজানুর রহমান। তিনি আমৃত্যু সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ারও অভিব্যক্তি প্রকাশ করেছেন। অলাভজনক এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য মহৎ ও জনকল্যাণকর। সমাজের বৃত্তবান মানুষের প্রতি এই সংগঠনটি শুধুমাত্র একটি দৃষ্টান্তই নয় বরং এটি তাদের জন্য উৎসাহ উদ্দীপনার এক বিরল পথিকৃৎ।
অনুষ্ঠানে বাইমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শুধু টাকা থাকলেই হয় না এ ধরনের সমাজ সেবামূলক কাজের জন্য মানুষের ইচ্ছাশক্তি থাকাটাও বেশি প্রয়োজন।