
গতকাল বুধবার থেকে নিখোঁজ ১০ বছরের শিশু আরাফাত সানি; তার সন্ধানে পরিবার ব্যাকুল।
সাভার (ঢাকা): সাভারের আশুলিয়া থানাধীন বেরন, মানিকগঞ্জ পাড়া এলাকা থেকে গতকাল বুধবার দুপুর থেকে আরাফাত সানি (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে বেরন মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোডস্থ তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
নিখোঁজের বিবরণ ও সময়কাল:
নিখোঁজ শিশু: আরাফাত সানি (১০)
পিতা: মোঃ সাহিন
মাতা: রুমানা আক্তার
ঠিকানা: বেরন, মানিকগঞ্জ পাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা।
সময়: গতকাল বুধবার, দুপুর আনুমানিক ২:২৫ মিনিট।
ঘটনার প্রেক্ষাপট:
আরাফাত বুধবার দুপুর ১:৩০ মিনিটে মাদ্রাসা থেকে টিফিনের জন্য বাসায় আসে।
খাওয়া-দাওয়া শেষে সে ২:১৫ মিনিটে পুনরায় মাদ্রাসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।
মাদ্রাসায় প্রায় ১০ মিনিট থাকার পর সে মাদ্রাসারই ১৫-১৬ বছর বয়সী দুই ছাত্র — রবিউল ও আরাফাত — এর সাথে বের হয়ে যায়।
সেই থেকে আরাফাত সানি নিখোঁজ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় তার বাবা-মা এবং আত্মীয়-স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজের ঘটনায় নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
যোগাযোগের অনুরোধ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশু আরাফাত সানির সন্ধান পান অথবা তাকে কোথাও দেখতে পান, তবে অবিলম্বে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করে পরিবারকে সাহায্য করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
সম্পর্ক নাম মোবাইল নম্বর
পিতা মোঃ সাহিন ০১৭-৪৭৭-৭৩৪-৩৪
ভাই ইস্রাফিল আহমেদ (রিপু) ০১৭৫-২৯৭০-৪৫২
মাতা রুমানা আক্তার (যোগাযোগের জন্য উপরের যেকোনো নম্বর ব্যবহার করা যেতে পারে)
একইসাথে, নিকটস্থ পুলিশ স্টেশনকেও বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। আপনার সামান্য সাহায্য একটি শিশুকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পারে।
মন্তব্য করুন