
জীবননগর প্রেস ক্লাবের ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগান্তর পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহতাব মানিক সভাপতি এবং এনটিভি ও আজকের পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি রিপন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের সব সদস্যদের উপস্থিতিতে সব সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়।
কমিটি অন্যান্য নেতারা হলেন- সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা অ্যাডভোকেট আশিকুর রহমান রাজ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য- মো. শামসুল আলম, মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন জোয়াদ, সিনিয়র সাংবাদিক আবজালুর রহমান ধীরু, প্রেস ক্লাবের সদস্য ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আল আমিন মোল্লা, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, তারিকুর রহমান, এমআই আতিয়ার, ইয়াসিন উল্লাহ, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময় প্রমুখ।
মন্তব্য করুন