ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের খড়ের পালায় (গাদায়) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর )রাত ১১ টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল রহিম বলেন,খড়ের পালায় কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে দেখি নাই, আমার সাথে শত্রুতার জের এত বড় ক্ষতি করেছে প্রায় ৪০ হাজার টাকার মতো।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল রহিমমের সঙ্গে একই গ্রামের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন রাতে রহিমমের বাড়ির সামনে রাখা খড়ের পালায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পালাটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
ঘটনার ঠিক আগমুহূর্তে তার স্ত্রী খড়ের পালার আশেপাশে সন্দেহজনক ভাবে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখেন। সরাসরি আগুন দিতে না দেখলেও পূর্ব শত্রুতা এবং পারিপার্শ্বিক অবস্থা
বিবেচনায় তিনি ধারণা করছেন, প্রতিপক্ষরাই আক্রোশ মেটাতে এই অগ্নিসংযোগ করেছে।