
সংসদীয় আসন ৯২ মহম্মদপুর,শালিখা ও সদর উপজেলার ৪ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২। স্বাধীনতা পরবর্তী সময়ে বেশিরভাগ সময়ই আওয়ামী লীগের দখলে ছিল। এই আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী কিন্তু তার মনোনয়ন এর বিরুদ্ধে রাজপথে সরব সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এর সমর্থকরা। ধারণা করা হচ্ছে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। জামায়াত মনোনীত প্রার্থী সাবেক জেলা আমীর এম বি বাকের। মাঠে ঘাটে এই তিন প্রার্থী সরব থাকলেও, এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যেহেতু নৌকা এবার নির্বাচন করতে পারবে না এই জন্য জাতীয় পার্টি যদি শক্তিশালী প্রার্থী দিয়ে নিজেদের অবস্থান জানান দিতে পারে তাহলে এই আসন লাঙ্গলের ঘরে যেতে পারে। মূলত বিএনপি এবং জামায়াত তো একই জোটে এতো দিন নির্বাচন করেছে। তাদের ভোট আলাদা হয়ে গেলে, জাতীয় পার্টি নৌকার সমর্থকদের ভোট পেতে পারে এবং তাদের জয়লাভ অনেকটাই নিশ্চিত। কিছুদিনের মধ্যেই হয়তো নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। জাতীয় পার্টি মাঠে নামলেই ঘুরে যেতে পারে মাগুরা-২ এর সকল হিসাবনিকাশ।
মন্তব্য করুন