মো. হাবিবুর রহমান বাদশাকে সভাপতি ও মো. লিটুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দল জামালপুর জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রিক্সা, ভ্যান, অটোচালক দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার মনু ও সদস্য সচিব আইনজীবী মো. মাহফুজুর রহমান এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. লিটু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দল জেলা শাখার আজ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমি কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার মনু ও সদস্য সচিব আইনজীবী মো. মাহফুজুর রহমান ও জামালপুর-৫ সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এবং রিক্সা, ভ্যান, অটো চালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষারকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। সেই সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতা পেলে আমরা একটি শক্তিশালী সংগঠন জামালপুরবাসীকে উপহার দিবো ইনশাআল্লাহ।
জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দল জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়ায় সকল নেতাকর্মীদের মাঝে এক আনন্দের জোয়ার বইছে।
মো. আলমগীর।
জামালপুর
০৭.১২.২০২৫
০১৭৪২-৬৫৭৭২০