প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:৫১ পি.এম
লেভেল প্লেয়িং ফিল্ড হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে’’- শামীম হায়দার পাটোয়ারী-যুগের সংবাদ
‘‘লেভেল প্লেয়িং ফিল্ড হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে’’- বলেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন- আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সব দলের অংশ গ্রহণ এবং লেভেল ফিল্ড থাকলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করবে।
আজ ০৭.১২.২০২৫ইং তারিখে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা,রামপুরা, হাতিরঝিল আংশিক) আসনে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটির এক মত বিনিময় সভায় এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন- দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ঢাকা-১১ আসনের প্রার্থী শামীম আহমেদ রিজভী।
সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা, খলিলুর রহমান খলিল, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান- আহাদ ইউ চৌধুরী শাহীন, সাংগঠনিক সম্পাদক- আবুল খায়ের, বাড্ডা থানার সভাপতি- শফিকুল ইসলাম লিপন, আরিফ আহমেদ ভাটারা থানার নেতা- আমির আলী ও আব্দুর রহিম এবং ২১ নং ওয়ার্ড এর মাহবুুবুর রহমান।
সঞ্চালনায়- বাড্ডা থানার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু।
Design and Develop By Coder Boss