"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা "এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে জামালপুরে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে শহরের বকুলতলা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্মারক বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, কোন প্রতিষ্ঠানের কেউ দুর্নীতির সাথে যুক্ত হলে সেই অফিসের প্রধান কর্তা দায় এড়াতে পারবেন না। সৎ ও সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে। তিনি আরও বলেন, পঙ্কিলতা মুক্ত হয়ে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে ব্যক্তি সৎ এবং অসৎ পথে ধাবিত হয়। সততা চর্চা পরিবার ও বিদ্যালয় থেকে শুরু করতে হবে। ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করাই দুর্নীতি। জেলা প্রশাসক বলেন, দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে তরুণদের আরো সোচ্চার ও একজোট হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি দপ্তরের পরিসেবার উন্নয়নের মাধ্যমে সেবা ক্ষেত্রে দুর্নীতিকে শুণ্য পর্যায়ে নিয়ে আসার জন্য তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুলাহ আল মামুন বাবু, সনাকের সভাপতি শামীমা খানম, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী প্রমুখ। এই অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। আলোচনা সভায় সরকারি দপ্তর, উন্নয়ন সংঘসহ বিভিন্ন বেসরকারি সংস্থা স্ব স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।