ধামরাইয়ে ক্ষিপ্ত প্রতিবেশির বিরুদ্ধে প্রবাস ফেরৎ যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুকুরে মাছ ধরতে গেলে মো.জুলহাস মিয়া (৩৫) কে ধারালো অশ্র দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। মুমুর্ষো জুলহাসকে উদ্ধার করে প্রথমে সাটুরিয়া উপজেলা সদর হাসাপাতালে সেখান থেকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, শেষে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক। মঙ্গলবার সকালে উপজেলার আমতা ইউনিয়নে বড়নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শিরা জানান, বড়নারায়ন পুর গ্রামের মৃত আজগড়ের পুত্র প্রবাসফেরৎ জুলহাস মিয়া মাছ ধরতে নিজের পুকুরে নামেন। একই গ্রামের প্রতিবেশি মৃত রজব আলীর পুত্র আমছের আলী কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অশ্র নিয়ে তেরে আসে। জুলহাস নামের যুবককে কুপিয়ে মারাতœক জখম করে। তার ভাই মোতালেব হোসেনকে বেধম পিটুনী দেয়। এদিকে প্রতিবেশিরা হাসপাতালে নিতে গেলে অটোভ্যানের উপরেই আমছের আলীর সহোদর খোরশেদ আলী, রক্তাক্ত অচেতন জুলহাসকে ফের লাঠিপেটা করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে কাওয়ালী পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.নুরে আলম সিদ্দিকী বলেন, কেউ ঘটনাটি অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।