
কিশোরগঞ্জে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে ২ ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।ফলে রোগীদের দূর্ভোগের শিকার হতে হয়েছে।ডাক্তারগণ রোগী দেখলেও পাচ্ছে না ঔষধ এবং প্যাথলজি বিভাগে করতে পারছে না পরীক্ষা – নীরিক্ষা। এতে রোগীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ইতিপূর্বে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সংবাদ সম্মেলন করে সারাদেশের ন্যায় মানব বন্ধন কর্মসূচী, অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। বুধবার ১০ নভেম্বর সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ২ ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের সকল বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।এ সময় বক্তব্য রাখেন সিনিয়র ফার্মাসিস্ট মোঃ আনিসুর রহমান, মামুন অর রশীদ, মেডিক্যাল টেকনোলজিস্ট ল্যাব. মোঃ মিসবাহ উদ্দিন, ফার্মাসিস্ট শাহিদা পারভীন, ইপিআই মেডিক্যাল টেকনোলজিস্ট ফাতেমা আক্তার, ফিজিওথেরাপি মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন