মাইলের পর মাইল পায়ে হেঁটে ঘামে ভেজা শরীর নিয়ে কুঁজো হয়ে ধীরে ধীরে হাঁটছিলেন এক বৃদ্ধ। কখনো থেমে গামছা দিয়ে মুছছেন গায়ের ঘাম, কিন্তু যেন বৃষ্টির মতো ঝরছে তার পরিশ্রমের স্রোত। কাঁধে বাঁশের ফলা, দুই পাশে ঝুলছে নতুন-পুরাতন কাপড়ভর্তি ঝুড়ি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তবুও থেমে নেই তার পথচলা। তিনি রইস উদ্দিন, তার দাবি অনুযায়ী, প্রকৃত বয়স ১০০ ইতিমধ্যেই পেরিয়েছে।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। জীবনের ৫০ বছর ধরে ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন। ক্লান্ত শরীরে প্রতিদিন গ্রামের পথে পথে হেঁটে চলে তাঁর জীবনযুদ্ধ।
এই সংবাদটি বিভন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নজরে পড়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর সংযোগ এর সম্পাদক মো. নজরুল ইসলামের। তিনি আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাধ্যমে প্রথমে দোকানের জন্য আর্থিক সহযোগিতা করেন।
শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে তিনি নিজে এসে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর উপস্থিতিতে দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে দিয়ে নতুন দোকানটি চালু করে দিয়েছেন।
এমন সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন বৃদ্ধ রইস উদ্দিন সহ এলাকাবাসী৷
এসময় নতুন দোকান ও মালামাল পেয়ে উচ্ছাস দেখা য়ায়। সবাই বিভিন্ন মালামাল কিনছেন৷ এর মাধ্যমে কষ্ট দুর হয়ে শান্তি ফিরে আসবে এমনটি আশা করছেন সবাই।