জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালি থানার সাবেক সভাপতি, পুরাতন ঢাকার বাবুবাজার নিবাসী মরহুম বাদশা ভূইয়ার কনিষ্ঠ সন্তান এ,টি,এম জাহাঙ্গীর ভূঁইয়া আজ ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সাবেক জাপা নেতা এটিএম জাহাঙ্গীর ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় জনাব জি এম কাদের বলেন,জাহাঙ্গীর ভূঁইয়া এরশাদ মুক্তি আন্দোলন সহ জাতীয় পার্টির রাজনীতিতে অনন্য অবদান রেখেছেন। জাতীয় পার্টি পরিবার তাঁকে সবসময় স্মরণে রাখবে। তাঁর মৃত্যু জাতীয় পার্টি পারিবারের জন্য অপূরণীয় ক্ষতি যা সহসাই পূরণ হবার নয়।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক জাপা নেতা এটিএম জাহাঙ্গীর ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মৃত্যকালে তিনি স্ত্রী,দুই মেয়ে এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর বাবুবাজার ঘাট মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।