কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মোঃ তাহসিন ও মোঃ জান্নাতুল ইসলাম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এ ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় সারা বাংলাদেশের মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অধিকার করায় পুরস্কৃত করলেন এলাকাবাসী।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে বেফাক বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অধিকারকারী ছাত্রদের পুরস্কার প্রদান উপলক্ষে ও ছয়চির এলাকাবাসীর উদ্যোগে উপজেলার ছয়চির মাস্টার আব্দুর রশিদ -মিনা নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে আয়োজিত ৪র্থ বার্ষিক তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠানে এ পুরষ্কার দেয়া হয়।
আলহাজ্ব হযরত মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হযরত মাওলানা শেখ মাহবুবুল হক হাদী,হযরত মাওলানা আবু সুফিয়ান গাজী, সুখিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মনিরুল ইসলাম শামীম,তরুণ শিল্প উদ্যোগতা মোঃ আল আমিন,হাজী আফনানুল হক আরফান ও আরও অনেকেই।