
জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জুলাই যোদ্ধা ২৪ আন্দলনের ১৭ দিন কারা নির্যাতিত ছাত্র নেতা মোঃ আরিফ আলী।গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান তিনি। এতে উল্লেখ করে আরিফ আলী বলেন, আমি মো. আরিফ আলী, সদস্য সচিব, জাতীয় ছাত্র সমাজ। সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর হিসেবে প্রচার করা হচ্ছে— এটি স্পষ্ট মিথ্যাচার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। জুলাই আন্দোলনের প্রথম দিন থেকে জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় পার্টি রাজপথে ছিল—এ সত্য গোপন করার যে অপচেষ্টা চলছে, তা নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য।
এই আন্দোলনে রংপুর মহানগর জাপার নেতা মেরাজুল ইসলাম ও জাতীয় অটো শ্রমিক পার্টির মানিক মিয়া শহিদ হয়েছেন। ১৩ জুলাই জাতীয় ছাত্র সমাজ আনুষ্ঠানিক সমর্থন জানায়; ১৬ জুলাইয়ের হত্যাকাণ্ডের পর দেশের প্রথম সংগঠিত বিক্ষোভ রংপুরে আমাদের ব্যানারেই হয়— যেখানে পুলিশি হামলায় অসংখ্য নেতা-কর্মী রক্তাক্ত হন।
১৭ জুলাই আবু সাইদের গায়েবানা জানাজা থেকে শুরু করে ২১ জুলাই আমাকে এবং জাতীয় যুব সংহতি, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ইউসুফ আহম্মেদ, ২৩ জুলাই রংপুর মহানগরের সাধারণ সম্পাদক জসীম, রংপুর মহানগর অটোশ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক সমাজসহ সাতজন গ্রেফতার ও নির্যাতন—তারপর ১১টি মিথ্যা মামলা, ৭ জন গ্রেফতার, ৩৩ জন নেতাকর্মীকে অভিযুক্ত করা—সবই জাতীয় গণমাধ্যমে প্রচারিত। জিএম কাদেরের নির্দেশে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমাদের তিন শতাধিক কর্মী টিয়ারশেল, লাঠিচার্জ ও রাবার বুলেটে আহত হয়েছেন।
৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ১-দফা আন্দোলনে আমাদের একাত্মতা এবং ৫ আগস্ট সরকার পতন পর্যন্ত জাতীয় পার্টির অবিচল উপস্থিতি— এমন ইতিহাস থাকার পরও আজ যারা জাপাকে আওয়ামী লীগের দোসর বলছে, তারা জুলাই বিপ্লবের শহিদদের রক্তকে অপমান করছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের শুরু থেকেই সংসদ, জনসভা ও গণমাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার হলো নিছক রাজনৈতিক হীন স্বার্থের প্রকাশ।
এই উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত আচরণের তীব্র প্রতিবাদ জানাই।
মন্তব্য করুন