
যুগের সংবাদ ডেস্কঃমহান বিজয়ের মাসের প্রথম দিনে প্রদত্ত এক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন— এই বিজয়ের মাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের চূড়ান্ত মূল্য। ত্রিশ লক্ষ শহিদ এবং দুই লক্ষ মা–বোনের আত্মত্যাগই আমাদের স্বাধীন রাষ্ট্র, লাল–সবুজের পতাকা এবং মানচিত্রের ভিত্তি।
তিনি বলেন— মুক্তিযুদ্ধের চেতনা কোনো দলের একার সম্পত্তি নয়; এটি জাতির অর্জন এবং গণমানুষের অধিকার রক্ষার শক্তিশালী রাজনৈতিক ভিত্তি। ভেদাভেদ, বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত রাষ্ট্র গঠনে জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে থাকবে।
জিএম কাদের আরও বলেন, জাতীয় পার্টি বিশ্বাস করে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা অনিবার্য। এই লক্ষ্যে দলকে সুসংগঠিত, শক্তিশালী ও জনগণের প্রত্যাশার উপযোগী করে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি।
বিজয়ের মাসের প্রথম দিনে তিনি দেশবাসী এবং প্রবাসে থাকা সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্য, সততা এবং দেশপ্রেমই আজকের রাজনৈতিক সংকট মোকাবিলার প্রধান অস্ত্র। জাতীয় পার্টি জনগণের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন