
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় জামালপুরে মোবাইল এসোসিয়েশনের উদ্যােগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মা নামাজের পর শহরের শহীদ হারুন সড়ক বাইতুল মামুর জামে মসজিদে মোবাইল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা এ দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া ও মিলাদ মাহফিলে মোবাইল এসোসিয়েশনের উপদেষ্টা আবু হায়াত উজ্জ্বল, দপ্তর সম্পাদক আরিফুল আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন লাভলু, অপ্পোর ডিলার জহুরুল ইসলাম পলাশ, আইটেলের ডিলার মাহমুদুল হাসান মুক্তাসহ মোবাইল এসোসিয়েশন সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান।
মন্তব্য করুন