
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম সহযোগী শাজাহান খানের মেয়ে ঐশী খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান। মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
দুদক জানায়, অনুসন্ধানের পরে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। নির্ধারিত ঠিকানায় নোটিশ পৌঁছানো সম্ভব না হওয়ায় ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হয়। পরে তিনি সময় বৃদ্ধির আবেদন করলে নির্ধারিত ২১ কার্যদিবসের সঙ্গে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তবে বাড়তি সময় পেলেও তিনি বিবরণী দাখিল করেননি।
দুদক জানায়, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়া দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৬(২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে ২৭(১) ধারাও প্রযোজ্য হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন