
আজ ০৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস। ১৯৯০ সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে কাকরাইল কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এসময় উপস্থিত ছিলেন – প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের,এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আজকের এই দিনে পল্লীবন্ধু এরশাদ-কে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
মন্তব্য করুন