
পাবনার চাটমোহরে ওয়ারেন্টভুক্ত উপজেলা মহিলা দলের সাবেক দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৌর সদরের পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হন। তখন পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করেন।
চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সেসময় রাজনৈতিক অঙ্গনসহ চাটমোহরে বিষয়টি খুব আলোচিত-সমালোচিত ছিল।
মন্তব্য করুন