
কিশোরগঞ্জে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১০ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিণের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা কেন্দ্রীয় সহকারী যুগ্ম মহাসচিব , কিশোরগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট এস এম রোমান হুসাইন এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি এডভোকেট জুবায়ের আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসকের হিসাব রক্ষক সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক,রোগ মুক্তি জেনারেল হাসপাতালের ডাক্তার মহি উদ্দিন পলাশ,আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান,গণমাধ্যম বিষয়ক সচিব মোহাম্মদ গোলাপ মিয়া সহ আরো অনেকে।
মন্তব্য করুন