
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে নারান্দী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলামকে (৫৩) গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৮ডিসেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশের একটি টিম। পরে ঐ দিনেই তাঁকে কিশোরগঞ্জর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কামরুল ইসলাম উপজেলার নারান্দী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও একই ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের মৃত কাজী আব্দুল আলীর ছেলে। তিনি পেশায় একজন নিকাহ রেজিস্টার।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২০জুলাই পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় ১৩ সেপ্টেম্বর উপজেলার তাঁতীদলের সভাপতি মোস্তফা কামাল বাদি হয়ে ৭১জনের নাম উল্লেখ করে ও ৫০ থেকে ৬০জনকে অজ্ঞাতনামা আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, তদন্তে ওই মামলায় কামরুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন